রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার হামলা, ৫ রোহিঙ্গা মুসলিম নিহত

ইসলাম টাইমস: মিয়ানমার সেনাবাহিনী এবার রাখাইন প্রদেশের একটি গ্রামে রোহিঙ্গা মুসলিমদের ওপর হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত পাঁচজনের প্রাণহানির ঘটনা  ঘটেছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে ১৩ জন।

রাখাইনের কিন তুয়াং গ্রামের কমিউনিটি নেতা জাকির আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, সামরিক বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন আমাদের গ্রামের। বুধবার স্থানীয় বিকেল চারটার দিকে এই হামলা হয়।

তবে মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র এই হামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মেজর জেনারেল তুন তুন নাই বলেছেন, হামলার অভিযোগের ব্যাপারে যথাসময়ে সঠিক তথ্য প্রকাশ করবে সেনাবাহিনী।

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান স্টিফেন সাকালিয়ান বলেন, তাদের সংস্থার একটি প্রতিনিধি দল বুথিডং হাসপাতাল পরিদর্শন করেছেন; যেখানে হামলায় আহত ১৩ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কয়েকজনের জরুরি অস্ত্রপচার প্রয়োজন।

সূত্র:রয়টার্স

পূর্ববর্তি সংবাদবিএনপি টিভি, রেডিও, সংবাদপত্রে যে প্রচার পায়, ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ তা পায় না : তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদঅপহরণ ও ধর্ষণের মামলায় নাম আছে, বর্ণনায় নেই ওসি ও দুই এসআইয়ের কথা