পৃথিবীতে যুদ্ধের কারণ ইউরোপ-আমেরিকার অস্ত্র ব্যবসা : পোপ ফ্রান্সিস

ইসলাম টাইমস ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্যে যুদ্ধে ও অগণিত শিশুর মৃত্যুর জন্য আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের দায়ি করেছেন। তিনি বলেছেন, পৃথিবীতে রক্তক্ষয়ী সংঘাত ও যুদ্ধের জন্য ইউরোপ-আমেরিকার ধনী রাষ্ট্রগুলোর অস্ত্র ব্যবসা দায়ী।

এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্যও আমেরিকাকে দায়ী করেছেন এ ধর্ম গুরু।

আজ রোববার সান কার্লো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধের কারণ হচ্ছে জন্য ধনী ইউরোপ ও আমেরিকার অস্ত্র বিক্রি। যেসব যুদ্ধ নিরীহ শিশু ও মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছে। সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন এসব দেশে যুদ্ধ হওয়ার কোন কথা ছিল না।

পোপ এসময় আরো বলেন, একটি দেশ অস্ত্র উদপাদন করছে এবং বিক্রি করছে, এজন্য কত শিশুর মৃত্যু ও পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে।

এ সময় তিনি শরণার্থীদের বিভিন্ন দেশ যাতে আশ্রয় দেয় তার আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে অ্যালার্ট দেওয়ার মতো কিছু ঘটেনি : মার্কিন সতর্কবার্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদপ্যারোলে মুক্তি দেওয়ার মতো অবস্থা খালেদা জিয়ার হয়নি : হানিফ