বেসরকারি হাসপাতালগুলোকে চিকিৎসা ব্যয় কমানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: দেশের বেসরকাররি হাসপাতালগুলোকে চিকিৎসা ব্যয় কমানোর আহ্বান জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্বস্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর এই সভার আয়োজন করে।

জাহিদ মালেক বলেন, আগামী দু’মাসের মধ্যে আমরা প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে সক্ষম হবো। এর কিছুদিন পরেই আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

শিগগিরই দেশে দেড়শো নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

তিনি বলেন, এখন ৬০ শতাংশ সেবা দেয়া হয় প্রাইভেট হাসপাতালগুলোতে, কিন্তু এখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি। আমরা তাদের চার্জ কমানোর আহ্বান জানাচ্ছি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তি সংবাদভারতে লাইভ টকশোতে বিজেপে নেতাকে পানির গ্লাস ছুঁড়েছেন কংগ্রেস নেতা (ভিডিও)
পরবর্তি সংবাদকাশ্মীরের মূল সড়ক কাশ্মীরীদের জন্য নিষিদ্ধ, অবরুদ্ধ শত শত যানবাহন