লাইফ সাপোর্টে অগ্নিদগ্ধ শিক্ষার্থী নুসরাত

ইসলাম টাইমস ডেস্ক: গত শনিবার ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ ছাত্রী নুসরাত জাহানের অবস্থা খুবই সংকটাপন্ন। নুসরািত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে আছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজ সোমবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান ।

অধ্যাপক আবুল কালাম বলেছেন, ‘মেয়েটির অবস্থা ভালো না। তাঁর ফুসফুস ঠিকভাবে কাজ করছে না। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এমনিতেই ওই শিক্ষার্থীর শরীরের ৭৫ শতাংশের বেশি পোড়া ছিল। আজ অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য যে, গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গিয়ে  গায়ে আগুন ধরিয়ে দেয় কয়েকজন শিক্ষার্থী। ওই দিনই গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ছাত্রীর গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে গতকাল সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ওই মাদ্রাসার শ্রেণি কার্যক্রম।

পূর্ববর্তি সংবাদলিবিয়ায় হাফতার বাহিনীর সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ, নিহত ২১
পরবর্তি সংবাদমাগুরায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০