তালিকাভুক্ত ৬ শতাধিক বাম চরমপন্থীর অস্ত্রসহ আত্মসমর্পণ

ইসলাম টাইমস ডেস্ক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার বিভিন্ন বামদলের ছয় শতাধিক চরমপন্থী আজ মঙ্গ লবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন । সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে তারা এ পথ বেছে নিয়েছেন।

আত্মসমর্পণকারীদের অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আত্মসমর্পণ করলেও তাদের নিয়মিত মামলা চলবে বলে জেলা পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ জানায়, পাবনা, ঈশ্বরদী, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নড়াইল, রাজবাড়ী, যশোর, খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় সক্রিয় বিভিন্ন চরমপন্থী দলের সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন।

এর আগে ১৯৯৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার চার শতাধিক চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছিল। সেই সময় তাদের আনসার বাহিনীতে বিশেষ আনসার হিসেবে নিয়োগ দিয়ে পুনর্বাসিত করা হয়।

পূর্ববর্তি সংবাদভারতের কেরালায় যাজকের বিরুদ্ধে ধারাবাহিক ধর্ষণের অভিযোগপত্র দায়ের
পরবর্তি সংবাদআগামীকাল বসছে পদ্মা সেতুতে দশম স্প্যান