অনলাইনে আপত্তিকর ভিডিও আপ, গ্রেফতার ১

ইসলাম টাইমস ডেস্ক: অনলাইনে আপত্তিকর ভিডিও প্রকাশ করায়  ট্যাটু বাদশা নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইনে তার পোস্ট করা ভিডিও ভাইরাল হলে  সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, গ্রেফতারের পর ভিডিওসহ ওই ব্যক্তির মোবাইল ও ফেসবুক পেজ জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও কুরুচিপূর্ণ কথার ভিডিও অনলাইনে প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন ট্যাটু। তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে রমনা থানায় মামলা হয়েছে।

সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানানো হয়, ট্যাটু তাঁর নিজস্ব ‘ট্যাটু স্টুডিও নিউ মার্কেট’ নামক ফেসবুক পেজে একজন নারীকে বিভিন্ন রকম তামাশা ও কুরুচীপূর্ণ কথা বলার ভিডিও বানিয়ে প্রকাশ করেন। পরে তা ভাইরাল হয়। অনলাইনে অনেকেই এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য মন্তব্য করেন।

পূর্ববর্তি সংবাদগাইবান্ধায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার , স্ত্রী-শাশুড়ি আটক
পরবর্তি সংবাদআজ ঐতিহাসিক মুজিবনগর দিবস