রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: রমজান আসন্ন। রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বাজার মনিটরিং এর কাজ চলছে। অতএব আমরা আশা করা যায় রমজানে বাজার স্থিতিশীল থাকবে। নিত্যপণ্যের দাম বাড়বে না।’

আজ বৃহস্পতিবার  দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘সবকিছুর পর্যাপ্ত মজুত আছে। রাস্তায় যেন পণ্য পরিবহনের ট্রাকে চাঁদাবাজি না হয়, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

আজকের বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে চাল রফতানির প্রস্তাব দেয় চাল ব্যবসায়ীদের সংগঠন। তাদের পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে বাংলাদেশে চাহিদার অতিরিক্ত চাল উদ্বৃত্ত রয়েছে। রফতানি করা না গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাই এই মুহূর্তে চাল রফতানির অনুমতি প্রয়োজন।

এমন প্রস্তাবের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের দাবি শুনেছি। এগুলো পরীক্ষা- নিরীক্ষা করে দেখা হবে। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যাবে, আসলেই চাল উদ্বৃত্ত রয়েছে কিনা। তারপরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে হাইওয়ে বাস থামিয়ে চৌদ্দ জনকে হত্যা
পরবর্তি সংবাদপরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বহাল, হাটহাজারী যাচ্ছেন বেফাক নেতৃবৃন্দ