খালেদা জিয়ার সাজার ব্যাপারে সরকার কোন হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার ব্যাপারে সরকারের কোনও হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ এতিমের টাকা আত্মসাতের দায়ে নিম্ন আদালতে খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে। সেই শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন, সেখানে তাকে পাঁচ বছর থেকে ১০ বছর সাজা দেওয়া হয়েছে। এখানে সরকারের কোনও হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।’

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘ বিএনপির রিজভী সাহবে বেগম জিয়াকে নিয়ে কী বলেন, আর কী বুঝেন এ সম্পর্কে সবার সন্দেহ আছে। তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না।’

আনিসুল হক বলেন, ‘আইনের শাসন দেশে আছে বলেই এসব দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হয়। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বিএনপির আমলে আইনের শাসন ছিল না। শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছিলেন, সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন।’

 

পূর্ববর্তি সংবাদ‘মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আরাকান আর্মি’
পরবর্তি সংবাদআওয়ামীলীগকে আবার তৃণমূল থেকে ঢেলে সাজানো হবে : প্রধানমন্ত্রী