দীর্ঘ ক্যারিয়ারে যৌন নিপীড়নের অভিযোগ শুনতে হবে ভাবিনি : ভারতের প্রধান বিচারপতি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গোগৈ- এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন সে দেশের সুপ্রিম কোর্টের একজন সাবেক কর্মকর্তা।

পঁয়ত্রিশ বছর-বয়স্ক সাবেক এই নারী কর্মকর্তা একটি হলফনামায় গত বছর অক্টোবর মাসে ঘটা দুটি অসদাচরণের অভিযোগ করছেন। যৌন নির্যাতনের ওপর হলফ-নামাটি সুপ্রিম কোর্টের ২২ জন বিচারপতির কাছে কাছে পাঠানো হয়েছে।

হলফনামায় ঐ নারী উল্লেখ করেন, যৌন নিপীড়নের বিষয়টি প্রকাশ করায় তিন বার তার চাকরি বদলি করা হয় এবং গত ডিসেম্বর মাসে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। মহিলার স্বামী এবং ভাইকেও তাদের চাকরিতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি

তবে এক বিবৃতিতে বিচারপতি গোগৈ এসব “ভুয়া অভিযোগ” বলে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।ভারতের “বিচার ব্যবস্থার স্থিতিশীলতা বিনষ্ট” করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

২০ বছরের কেরিয়ারে তাকে এমন অভিযোগের মুখে পড়তে হবে তা কখনোও ভাবেননি বলে আক্ষেপ করেন ভারতের এই প্রধান বিচারপতি।

এই বিষয়ে শনিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানি চলে। এই মামলার রায় বিচারপতি অরুণ মিশ্র দেবেন বলে জানিয়েছেন রঞ্জন গগৈ।

 

 

 

পূর্ববর্তি সংবাদবর্ষীয়ান আলেম সিলেটের মাওলানা শ‌ফিকুল হক আমকুনীর ইন্তেকাল
পরবর্তি সংবাদরাখাইনে সেনাবাহিনীর আঞ্চলিক সদর দফতরে আরাকান আর্মির হামলা