নির্বাচনে জনগণ যেহেতু ভোটই দেয়নি তাই আমরা পরাজিত নই : গয়েশ্বর

ইসলাম টাইমস ডেস্ক: ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দেয়নি। তাই ‘৩০০ আসনে কেউ জয় লাভ করেনি। সুতরাং কেউ পরাজিতও হয় নাই নাই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করে জনগণ। নির্বাচনে জনগণ যেহেতু ভোট দেয়নি সুতরাং আমরা পরাজিতও হইনি। যারা আছে তারা নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের মাধ্যমে ভোট চুরি করে আছে। এই চুরি করা ভোটের ফলাফল জনগণ মানতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আজকের আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন না, বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তির আন্দোলন। গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এই সরকার হটানো সম্ভব এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। সরকারকে না হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় এবং আমাদের নেত্রীকেও মুক্ত করা সম্ভব নয়।’

 

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কায় সিরিজ হামলা : বিদেশি নিহত ৩৫ , বাংলাদেশি নিখোঁজ ২
পরবর্তি সংবাদব্যাংককে প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যু