বাবরি মসজিদ ভাংতে পেরে স্রষ্টার কাছে কৃতজ্ঞ বিজেপি প্রার্থী!

ভারতের উগ্রবাদী হিন্দুরা ভেঙ্গে ফেলে ঐতিহাসিক বাবরি মসজিদ

ইসলাম টাইমস ডেস্ক: বাবরি মসজিদ ভা্ঙ্গতে পেরে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভারতের ভূপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। ঠাকুর সেদিনের কথা বিস্তারিত বর্ণনা বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা কাজের শক্তি জুগিয়েছিলেন। দেশ থেকে একটা কলঙ্ক মুছে দিয়েছিলাম। এবার সেখানেই তৈরি হবে রাম মন্দির।

ঠাকুর আরও বলেন, সেদিন তিনি বাবরি মসজিদ গুঁড়িয়ে দিতে মাথায় চড়েছিলেন। খবর ইন্ডিয়া টাইমসের।

শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবশ্যই তৈরি হবে রাম মন্দির এবং সেটা বড় করেই হবে।

এই প্রসঙ্গেই ফের বলেন, মন্দির আমরা গড়বোই। আমরাই তো মাথায় চড়ে নির্মাণ গুঁড়িয়ে দিয়েছিলাম।

অবশ্য এমন বেফাঁস মন্তব্যের জন্য দেশটির নির্বাচন কমিশন তাঁকে নোটিশ দিয়েছে। সতর্ক করে বলা হয়েছে, এইভাবে বারবার নিয়ম ভাঙলে ব্যবস্থা নিতে বাধ্য হবে কমিশন।

এর আগে বিজেপির সভাপতি বলেন, ফের ক্ষমতায় গেলে মুসলিম অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে।

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশটিতে আরো পাঁচ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কায় চার্চে ও হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, শতাধিক আহত
পরবর্তি সংবাদ শ্রীলঙ্কায় বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ১৫৬