ঝিনাইদহে লাশ কাঁধে নিয়ে মহাসড়কে এলাকাবাসীর বিক্ষোভ

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহে সোনিয়া নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা না নেয়ার প্রতিবাদে লাশ নিয়ে শত শত গ্রামবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল দিকে শৈলকুপা উপজেলার ভাইটবাজারে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, প্রায় এক বছর আগে শৈলকুপা উপজেলার গোয়ালখালী গ্রামের সজীবের সাথে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সোনিয়াকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন।রোববার সকালে সোনিয়াকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যান স্বামীর পরিবারের লোকজন। সোনিয়ার বাবা-মা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা করার জন্য শৈলকুপা থানায় যান সোনিয়ার স্বজনরা। থানা কর্তৃপক্ষ হত্যা মামলা গ্রহণ না করে অপমৃত্যু মামলা রেকর্ড করে।

এর প্রতিবাদে সোনিয়ার স্বজনসহ গ্রামের শত শত লোক স্থানীয় ভাটইবাজারে অবস্থান নেন এবং ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে লাশ নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

 

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কায় এবার মসজিদে হামলা, লক্ষ্যবস্তুতে মুসলিম সম্প্রদায়
পরবর্তি সংবাদবাতিল হওয়া পরীক্ষা কাল থেকে শুরু, দোষী শনাক্ত করতে তদন্ত চলমান