কামরাঙ্গিরচরে মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সভা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: আজ (২৪ এপ্রিল)  আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসা মিলনায়তনে ঢাকার ৬টি থানা [লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, কেরাণীগঞ্জ, বংশাল ও কোতয়ালী]র ওলামায়ে কেরাম ও সূধীবৃন্দের উপস্থিতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের সর্বস্তরের ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী অমুসলিম ও কাফের। কাদিয়ানীদেরকে কাফির মনে না করলে, তারাও কাফের। অতএব, নবীর দুশমন কাদিয়ানীদের পক্ষে যারা দালালী করবে, তাদের ঈমান থাকবে না।

জামিয়া নূরিয়া ইসলামিয়ার নাজেমে তালীমাত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজীবুর রহমান হামিদী, মাওলানা বেলায়েত হুসাইন আল ফিরোজী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা ইউনুছ ঢালী, মুফতি শাব্বীর আহমদ কাসেমী, মাওলানা মুমিনুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ওলামায়ে কেরাম আরও বলেন, দেশের জন বিচ্ছিন্ন বিভিন্ন এমপি-মন্ত্রীর লাগামহীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ৯৫% মুসলমানের এই দেশে জনপ্রতিনিধিদের মূর্খতাসূলভ উস্কানীমূলক বক্তব্য ধর্মপ্রাণ জনগণ সহ্য করবেনা।

সভায় অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের ইসলাম বিদ্বেষী সকল অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়।

 

পূর্ববর্তি সংবাদদাড়ি নিয়ে ‘উসকানিমূলক’ প্রতিবেদন: বিবিসির বিরুদ্ধে মন্তব্যের ঝড়
পরবর্তি সংবাদআযহার ওয়েলফেয়ার সোসাইটির আরবি-ইংরেজি ভাষা কোর্স রমজানে