হামলাকারীরা মধ্যবিত্ত , উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তান : শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষামন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, অধিকাংশ হামলাকারী সুশিক্ষিত। তাঁরা মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁরা আর্থিকভাবে যথেষ্ট স্বাধীন। তাঁদের পরিবারের আর্থিক অবস্থাও বেশ ভালো।

হামলাকারীদের মধ্যে একজন যুক্তরাজ্যে পড়ালেখা করেছেন বলে দাবি দেশটির কর্মকর্তাদের। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রুয়ান বলেন, একজন হামলাকারী যুক্তরাজ্যে পড়ালেখা করেছেন। পরে তিনি অস্ট্রেলিয়ায় পোস্টগ্র্যাজুয়েট করেছেন। তারপর তিনি শ্রীলঙ্কায় ফিরে আসেন।

শ্রীলঙ্কার পুলিশের ভাষ্য, তারা নয়জন হামলাকারীর মধ্যে আটজনকে শনাক্ত করেছে। তাঁদের মধ্যে একজন নারী। তাঁরা সবাই শ্রীলঙ্কান।

শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আজ দেশটিকে সতর্ক করে বলেছেন, সে দেশে আরও হামলার ষড়যন্ত্র চলছে। সন্ত্রাসীরা জানান না দিয়েই ফের হামলা চালাতে পারে।

উল্লখ্য, শ্রীলঙ্কায় গত রোববার গির্জা, হোটেলসহ আটটি স্থানে বোমা হামলায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৫৯–এ পৌঁছেছে। আহত পাঁচ শতাধিক।

পূর্ববর্তি সংবাদট্রেন সফর: চলতে ফিরতে দেখা নিয়ম-অনিয়ম
পরবর্তি সংবাদইবির অনশনরত ২২ শিক্ষার্থী গ্রেফতার, তবে আন্দোলন চলমান