রমজানে ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ব: আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চালাতে মোবাইল কোর্ট পরিচালনা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সাংসদ শহীদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের উত্তরে একথা জানান।

তিনি বলেন, ‘দেশে বর্তমানে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভেজালের বিরুদ্ধেও অভিযান চলছে, সেটা অব্যাহত থাকবে এবং রমজান মাসে আমরা যে মোবাইল কোর্ট বসাব, সেটা আরো বেশি করে ভেজালের বিষয়টাও দেখবে, সেটা আমি নিশ্চিত করতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য তার নির্দেশে বাণিজ্যমন্ত্রী, আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী, এফবিসিসিআইসহ সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদশিক্ষক লাঞ্ছনার দায়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতিসহ তিন নেতা বহিষ্কার
পরবর্তি সংবাদআইএসকে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে ভারতের সাত প্রতিষ্ঠান : ইন্ডিয়ান এক্সপ্রেস