সহজভাবে কোরআন পড়তে ‘মুসহাফুল হারামাইন’ নামে নতুন অ্যাপ চালু

ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন রমজান উপলক্ষে পবিত্র বাইতুল্লাহ এবং মদিনার মসজিদে নববীতে চলছে বিশেষ প্রস্তুতি। রমজানে মুসল্লিদের কোরআন তিলাওয়াত সহজ করতে ‘মুসহাফুল হারামাইন’ নামে বিশেষ অ্যাপ চালু করেছে হারামাইন কর্তৃপক্ষ। প্রযুক্তির সহায়তায় সহজভাবে কোরআন পড়া ও বোঝা আরও সহজ করবে নতুন এ অ্যাপসটি।

‘মুসহাফুল হারামাইন’ নামে এ অ্যাপসটির মাধ্যমে পড়ার পাশাপাশি কোরআনের তাফসির ও আনুষঙ্গিক বিষয়গুলো জানা যাবে।

বুধবার হারামাইন শরিফের কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক ড. শায়খ আবদুর রহমান আস-সুদাইস আনুষ্ঠানিকভাবে অ্যাপটি (এআর) উদ্বোধন করেন।

পবিত্র এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

মাসজিদুল হারামের এ অ্যাপসটি পবিত্র কোরআনের প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হিসেবে বিবেচিত হচ্ছে।

অ্যাপসটিতে দেখে দেখে কোরআন তিলাওয়াতের সময় ক্যামেরার মাধ্যমে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশনের প্রকাশিত কোরআনের কপি ও পৃষ্ঠা নম্বর দেখা যাবে। পাশাপাশি প্রতিটি আয়াতের সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও প্রদর্শিত হবে। এর সঙ্গে কোরআনের শাব্দিক অর্থের জন্য একটি সহজ বইও সংযুক্ত করা আছে অ্যাপসটিতে।

পূর্ববর্তি সংবাদহাইআর প্রশ্নফাঁস: একজনকে জিজ্ঞাসাবাদ চলছে
পরবর্তি সংবাদপ্রশ্নফাঁস রোধে শেষমুহূর্তে কেন্দ্রে প্রশ্ন পৌঁছানোর সিদ্ধান্ত