প্রশমিত হচ্ছে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আজ শুক্রবারে নিম্নচাপের আকার নিয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং শনিবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ এখন ভারতের উড়িশা উপকূলের দিকে। তবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

দেশজুড়ে তিন দিন ধরে চলা তাপপ্রবাহ যখন প্রশমিত হতে শুরু করেছে, তখনই সাগরে জল-হাওয়ার ঘূর্ণিতে ঝড়ের জন্মের পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর।

টানা তিন দিন ধরে তাপপ্রবাহ চলছে রাজধানীসহ দেশের সর্বত্র। শুক্রবার রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।

থার্মোমিটারের পারদ চড়তে চড়তে যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। আর উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার বিকালের পর দেশের অনেক এলাকায় তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। তবে ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী. ফেনী, রাজশাহী, যশোর, বাগেরহাট, পটুয়াখালী জেলাসহ সিলেট বিভাগের প্রতিটি জেলায় এখনও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

 

পূর্ববর্তি সংবাদপ্রেসিডেন্টের নির্দেশে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার পুলিশ প্রধানের পদত্যাগ
পরবর্তি সংবাদশ্রীলঙ্কায় জুমার নামাজে শত শত মুসল্লি: মসজিদের আশপাশে ছিল সেনাপ্রহরা