‘বাংলাদেশের মুসলিম ক্রিকেটাররা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন’

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সব মুসলিম ক্রিকেটার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বিদেশ সফরে সবাই জামাতে নামাজ পড়ে, বলেন সাংসদ মাশরাফি বিন মুর্তজা।  আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে শনিবার জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজনে তিনি একথা বলেন।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করে সাংসদ মাশরাফি বিন মুর্তজার মেয়ে হুমায়রা মুর্তজা।

পবিত্র কোরআনুল কারিমের ৯৩ নম্বর সুরা ‘আদ-দোহা’ তিলাওয়াত করে ছোট্ট হুমায়রা। তার তিলাওয়াতে মুগ্ধ হয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন আহলুল হুফফাজ ফাউন্ডেশন সভাপতি।

অনুষ্ঠানে মাশরাফি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সব মুসলিম ক্রিকেটার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বিদেশ সফরে আমরা জামাতে নামাজ পড়ি। সেখানে ইমামতি করেন মুশফিকুর রহিম না হলে মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, আমাদের দেশের অনেক হাফেজ বিদেশে গিয়ে সম্মান বয়ে আনছেন। আমাদের ক্রিকেটাদের সবাই চেনেন। আমরা কোথাও চ্যাম্পিয়ন হতে পারিনি। অথচ সোশ্যাল মিডিয়ায় আমাদের চ্যাম্পিয়ন বানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু আজ এ দেশের হাফেজরা বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন-রানার্সআপ হয়ে আসছেন। এটি আমাদের জন্য অনেক গর্বের। আমি আশা করি, সবাই হাফেজদের সম্মান দেবেন।

এই সংসদ সদস্য আরো বলেন, আর একটি কথা বলতে চাই- আমাদের ক্রিকেট টিমে যারা মুসলিম আছেন, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। সবাই প্রায় ওমরাহ করে ফেলেছি। সবসময় বিসিবি থেকে একটি রুম আলাদা করে দেয়া থাকে, যাতে আমরা নামাজ পড়তে পারি। আমাদের জন্য দোয়া করবেন, বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি।

পূর্ববর্তি সংবাদমাহে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক
পরবর্তি সংবাদরাজনীতি মানুষের কল্যাণের জন্য: চরমোনাই পীর