জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ খালেদার আপিল ও জামিন শুনানি

ইসলাম টাইমস ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল ও জামিন চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ৪ নম্বরে রাখা হয়েছে।

এ বিষয়ে খালেদা জিয়ার প্যানেল আইনজীবী এ কে এম এহসানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাত বছর সাজা হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। মঙ্গলবার আপিল ও জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।’

গত বছরের ২৬ নভেম্বর নিম্ন আদালতে সাত বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন তাঁর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আবেদনটি সাতশরও বেশি পৃষ্ঠার বলে তিনি জানান।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়াও তাকে ১০ লাখ টাকা জরিমানা ও  অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদজাতীয় পার্টির বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি
পরবর্তি সংবাদ“দাড়ি পুরুষদের স্মার্ট ও স্বাস্থ্যবান করে তোলে”