আগামী বাজেট ঘোষণার দিন থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে: এনবিআর

ইসলাম টাইমস ডেস্ক: আগামী অর্থবছরের বাজেট কার্যকরের দিন থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বৃহস্পতিবার (০২ মে) সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

নতুন ভ্যাট আইনের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের হার কেমন হবে তা অর্থমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন। ব্যবসায়ীরা তা মেনে নিয়েছেন। আগামী বাজেট কার্যকরের দিন থেকে এ ভ্যাট আইন কার্যকর হবে।

এ সময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ হোসেন বলেন, তালিকাভুক্ত কোম্পানি ২৫ শতাংশ কর দেয়। কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সে ক্ষেত্রে কর হার কমে আসবে। তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে স্বচ্ছতার সঙ্গে চলতে হয়। এ কারণে অনেক কোম্পানি তালিকাভুক্ত হয় না।

আলোচনায় ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদবাগেরহাটের শরণখোলায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তি সংবাদএইচএসসির ৪ মে’র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ মে