কক্সবাজারে সাড়ে চার লাখ মানুষের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’র আক্রমণ থেকে মানুষের প্রাণ বাঁচাতে কক্সবাজারে ৫৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এগুলোর সঙ্গে অস্থায়ী আশ্রয়কেন্দ্রও যোগ হবে। এসব আশ্রয়কেন্দ্রে ঠাঁই হবে ৪ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন মানুষের। খোলা হয়েছে নিয়ন্ত্রণকক্ষও।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার এসব তথ্য জানান।

 

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ৩ মে বিকেল থেকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কক্সবাজারে শুরু হওয়ার আশঙ্কা আছে। আগামী ৫ মে অমাবস্যার পূর্ণ জোয়ার হবে। এর সঙ্গে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব মিলিয়ে পানির উচ্চতা ৪-৫ ফুট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্ববর্তি সংবাদপ্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যা করতেন
পরবর্তি সংবাদসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত