রমযানে নামাজ, সেহরি-ইফতারের সময়সূচি জানা যাবে ‘৩৩৩’ নম্বরে

ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র রমযান মাসে যেকোনও মোবাইল অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে সেহরি ও ইফতারের সময়সহ নামাজ, রোজা, যাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসআলা-মাসায়েল জানা যাবে। এ জন্য কোনও টাকা লাগবে না। এটি ইসলামিক ফাউন্ডেশনের একটি উদ্যোগ।

প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নিজাম উদ্দিন জানান, ‘৩৩৩’ নম্বরের মাধ্যমে ২০১৮ সালের পবিত্র রমযান মাস থেকে চালু করা হয় ইসলামিক সেবার তথ্য প্রদান কার্যক্রম। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআইয়ের মাধ্যমে এই কলসেন্টার চালু করা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদগণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক চমৎকার: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদউরওয়া ইবনে যুবাইর রহ.: ইলম ও আমলের মোহনা-মনীষী