রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর বাঘায় ওভার টেক করতে গিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাঘা-রাজশাহী সড়কের মীরগঞ্জ মোড়ের ভানুকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাঘা থেকে রাজশাহীগামী রজনীগন্ধা-সিরাজগঞ্জ-ব-০৫ নামের যাত্রীবাহী বাস মীরগঞ্জ মোড়ে ভটভটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

নিহতরা সবাই রজনীগন্ধা বাসের যাত্রী ছিলেন। আহতরদেরকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, চারঘাট ও রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বাসচালক বাঘা বাসস্ট্যান্ড এলাকার নুরুল হক নামের এক যুবক। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

বাসের যাত্রী মনিহারপুর গ্রামের রাহাদুল ইসলাম বলেন, একটি ভটভটিকে ওভারটেক করার সময় এ ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য আমি বেঁচে গেছি।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

বাঘা থানার ওসি মহসীন আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পরপর ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে পরিবারের কাছে দেয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবরুড়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
পরবর্তি সংবাদনোয়াখালীতে ইজারার টাকা তোলাকে কেন্দ্র করে আ.লীগের মধ্যে সংঘর্ষ, আহত ১০