ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়ায় ইউসুফ নামে পাঁচ বছর বয়সের এক মুসলিম শিশুকে জোর করে হাঁটু গেড়ে দেশটির মাটি চুম্বন করতে বাধ্য করা হয়েছে।
রাশিয়ার ক্রাসনডর অঞ্চলে অবস্থিত একটি কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এই উগ্র আচরণের অভিযোগ উঠেছে। সূত্র : দ্য সান
ইউসুফ নামের ওই ছেলেটি বলেছিল, ‘আমি রাশিয়াকে পছন্দ করি না।’ এ কথা বলায় তাকে ওই শাস্তি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন প্রধান শিক্ষিকা।
জানা গেছে, ৫২ বছর বয়সী ওই শিক্ষিকার নাম এমা মিলনার। দেশটির শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। ওই হিংস্রতম ঘটনার প্রেক্ষিতে এমা মিলনারকে বহিস্কার করা হবে। ইতোমধ্যে এমা মিলনার ওই স্কুলটির প্রধান শিক্ষিকার দায়িত্ব ত্যাগ করেছেন বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এমা মিলনার শিশুটিকে হাঁটু গেড়ে বসে তিনবার ‘রাশিয়ার মাটিকে চুমু’ দিতে বাধ্য করেছেন।
