অচল হওয়া আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সচল

ইসলাম টাইমস ডেস্ক: অতিরিক্ত ভিজিটরের চাপে হ্যাং হয়ে যাওয়া আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সচল হয়েছে। এতে ঘূর্ণিঝড়ের তথ্য পেতে ভোগান্তি দূর হয়েছে সকল শ্রেণীর মানুষের।

এর আগে বৃহস্পতিবার (২ মে) দুপুরের পর থেকেই আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট (bmd.gov.bd)-তে প্রবেশ করা যায়নি। এরপর বৃহস্পরিবার দিনগত রাত ১২ টার দিকে খুলেছে ওয়েবসাইটটি।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বিকেলে সচিবালয়ে এক সভায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগ পর্যন্ত সবাইকে তথ্যগুলো জানাতে হবে, সেজন্য বিদ্যুৎ ও ইন্টারনেট গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি জানান, অধিদপ্তরের ওয়েবসাইটে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এক লাখ ৫০ হাজার মানুষ হিট করেছে। তাতে হ্যাং হয়ে গেছে। আমাদের ক্যাপাসিটি ৫-৭ লাখ থাকা উচিত ছিল, সেটি নেই।

তিনি বলেন, তথ্য পেলে প্রতিটি মানুষ নিজে নিজে চেষ্টা করে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। আঘাত হানার আগ পর্যন্ত এক সেকেন্ডও যেন বন্ধ না থাকে। ইন্টারনেটের ওঠানামাও যেন না করে।

আবহাওয়া অধিদপ্তরে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বিটিসিএলকে সেবা দেওয়ার নির্দেশ দেন ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।

সভায় বিটিসিএলের একজন কর্মকর্তা বলেন, কক্সবাজার ও কুয়াকাটা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবা দেওয়া হয়। দুটো চালু আছে, বিভ্রাট না হলে স্বাভাবিকভাবে চলছে।

আবহাওয়ার তথ্য জানতে টোল ফ্রি নম্বরটিও (১০৯০) অতিরিক্ত চাপে সেবা দিতে পারেনি। গতরাত ১২ টার পর তাও চালু রয়েছে বলে দেখা গেছে।

১০৯০ সেবা নিশ্চিত করা নিয়ে টেলিটকের এমডি বলেন, গতকাল একটু ঝামেলা ছিল। রাত দেড়টার দিকে ডেভেলপ করেছি, এখন চালু করেছি। ঘণ্টা দুয়েক পরে কন্ডিশন কমে যাবে। এটি খুব হিট হচ্ছে।

সচিব বলেন, নম্বরটি টোল ফ্রি। একসঙ্গে ৬০০ জন কল করতে পারেন। দৈনন্দিন আবহাওয়া, সমুদ্র ও বন্যার অবস্থা জানা যায়।

পূর্ববর্তি সংবাদফণী থেকে রক্ষায় দেশবাসীর প্রতি দুআ ও তাওবার আহ্বান আল্লামা জুনায়েদ বাবুনগরীর
পরবর্তি সংবাদমাহে রমযান : আনন্দ ও সংযমের এক অনন্য মোহনা