দুর্যোগের সময় দলের নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে নিরাপদে থাকতে দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জীবন ও নিরাপত্তার প্রশ্নে সবাইকে সচেতন থাকার আহ্বান এবং উপকূলীয় এলাকার মানুষকে  সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পরামর্শ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

এরশাদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সেচ্ছাসেবকদের দক্ষতা ও সচেতনতার সঙ্গে কাজ করার জন্যও আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদশপথগ্রহণের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই : গয়েশ্বর
পরবর্তি সংবাদ‘ফণী’র সার্বিক বিষয় সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: হানিফ