ইসলাম টাইমস ডেস্ক: ফণীর আঘাতে এখন পর্যন্ত ভারতের ওড়িশা রাজ্যের পুরী অঞ্চলের তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ওড়িশার অনেক এলাকা বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাছপালা উপড়ে রাস্তায় পড়ে আছে। সূত্র: এনডিটিভি
আজ শুক্রবার সকাল বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ওড়িশা রাজ্যের পুরী অঞ্চলে প্রথম আঘাত হেনেছে। এসময় ফণীর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার।
ভারী বর্ষণের ফলে পুরীর বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ বহু এলাকায় ঝড় হাওয়া প্রবাহিত হয়েছে।
ভারতীয় আবহাওয়া অফিসের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুর পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালিয়ে ফণী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগোচ্ছে।
