আমিরাতে মাহে রমজানকে সামনে রেখে ৩০০০ কয়েদিকে মুক্তির ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে মাহে রমজানকে সামনে রেখে তিন হাজারের বেশি কয়েদিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। পবিত্র রমজান মাসকে সামনে রেখে ৩০০৫ জন কয়েদিকে মুক্তি দেওয়ার  ঘোষণায় ক্ষমাপ্রাপ্ত কয়েদিগণ নতুনভাবে তাদের জীবন শুরু করার সুযোগ পেল।

এদিকে শারজাহ’র শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমীও ৩৭৭ জন কয়েদিকে ক্ষমার আওতায় মুক্তির ঘোষণা দিয়েছেন। রাস আল খাইমার শাসকও রমজানকে সামনে রেখে ৩০৬ সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়াও উম্মে আল কোয়াইনের শাসক শেখ সোয়াদ বিন আল মুয়াল্লাও উল্লেখযোগ্যসংখ্যক কয়েদিকে ক্ষমা করে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন।

মুক্তি প্রাপ্তরা জেলখানায় ভালো আচরণের স্বীকৃতি স্বরূপ এই ঘোষণা পেল। রমজান উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এসব কয়েদি বিভিন্ন দেশের নাগরিক। তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দণ্ড ভোগ করছিল। মুক্তিপ্রাপ্তদের মাঝে আমাদের বাংলাদেশের অধিবাসীরাও আছে। তবে কতজন আছে তা এখনো জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধু স্যাটেলাইট ফণীর ‘ক্ষয়ক্ষতি’ কমিয়ে এনেছে: হানিফ
পরবর্তি সংবাদভারতের বীরপুত্র টিপু সুলতান ও মহীশূর রাজ্যের পতন