ঘূর্ণিঝড়ে বড় ধরনের ক্ষতি না হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ফনির আঘাতে বড় ধরনের ক্ষতি না হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় ফণী স্থলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর-সাতক্ষীরা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হয়।যার ফলে বাংলাদেশের অভ্যন্তরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এজন্য লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন।

উল্লেখ্য, ফণীর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে  শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী।

 

 

পূর্ববর্তি সংবাদসৌদির সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে
পরবর্তি সংবাদচার ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ইসরাইলে ফিলিস্তিনিদের রকেট নিক্ষেপ