চার ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ইসরাইলে ফিলিস্তিনিদের রকেট নিক্ষেপ

ইসলাম টাইমস ডেস্ক: চার ফিলিস্তিনি নাগরিককে হত্যার জেরে দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করে গাজার শাসকগোষ্ঠী হামাস। জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

শনিবার দক্ষিণ ইসরাইলের ভেতরে ৩০ মিনিটের মধ্যে ৯০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা। অবশ্য এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রয়টার্স

এর আগে, গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদ এবং নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভের অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজর পর আন্দোলনে নামে কয়েক হাজার নিরস্ত্র ফিলিস্তিনি। এসময় ইসরায়েলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন, আহত হন অর্ধশত।

গত বছরের মার্চ থেকে ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ অব রির্টান’ আন্দোলনে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত আড়াই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ।

পূর্ববর্তি সংবাদঘূর্ণিঝড়ে বড় ধরনের ক্ষতি না হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদহামলাকারীরা ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত: লঙ্কান সেনাপ্রধান