ইসলাম টাইমস ডেস্ক: জুমআর বয়ানে ‘মঙ্গল শোভাযাত্রা’কে হারাম বলায় মসজিদের খতিব মুফতি ওমর ফারুককে বরখাস্ত করার প্রতিবাদে বিক্ষোভ করছে ওই মসজিদের মুসল্লিরা। পুলিশ বিক্ষোভে সমবেত জনতার উদ্দেশ্যে গুলি ছুড়লে ও লাঠিচার্জ করলে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল পহেলা বৈশাখের আগে জুম্মায় আলোচনায় একলাশপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করা হারাম বলে উল্লেখ করেন। পরে বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন ও কয়েকজন প্রতিবাদ করেন। পরবর্তীতে ১৯ সদস্যবিশিষ্ট মসজিদ কমিটির ছয়জন সদস্য জরুরি বৈঠক করে ইমাম ওমর ফারুককে চাকরি থেকে অব্যাহতি দেন।
শুক্রবার (৩ মে) জুম্মার নামাজে আসা মুসল্লিরা এই ঘটনার প্রতিবাদ, কমিটি বাতিল করে নতুন কমিটির দাবি ও মসজিদের গেইট ও দেওয়ালে লাগানো পোস্টার ছিড়ে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুসল্লিদের ধাওয়া, লাঠিচার্জ ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
