রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২২

ইসলাম টাইমস ডেস্ক: রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার বাসযাত্রী নিহত হয়েছেন।  এ ঘটনায় কমপক্ষে ২২ যাত্রী গুরুতর আহত হন। সাতক্ষীরা থেকে যমুনা সেতু অভিমুখী গ্রিন বাংলা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন। আহত ২০ থেকে ২২ জন। আহত ব্যক্তিদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শওকত আলী বলেন, দৌলতদিয়া–পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাসটি বিকল্প পথে ঢাকায় যাচ্ছিল। নিহত ব্যক্তিদের একজনের নাম আসমা। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। বাসটি এখনো ঘটনাস্থলে রয়েছে।

পূর্ববর্তি সংবাদজয়পুরহাটে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্র নয়, রাশিয়া থেকে এসইউ-৫৭ যুদ্ধবিমান নিচ্ছে তুরস্ক