ইসলাম টাইমস ডেস্ক: গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আত্মঘাতী বোমা হামলাকারীরা ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বলে অভিযোগ করেছেন দেশটির সেনাপ্রধান লে. জেনারেল মহেশ সেনানায়েক।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মহেশ সেনানায়েক এ অভিযোগ করেন।
লঙ্কান সেনাপ্রধান বলেন, ‘হামলাকারীরা ভারতে যায়। সেখানে কাশ্মীর, বেঙ্গালুরু ও কেরালা রাজ্যে সন্ত্রাসী প্রশিক্ষণ নেয়। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য আমরা হাতে পেয়েছি।’
শ্রীলঙ্কার ইতিহাসে ভয়াবহ ওই হামলার পর কমপক্ষে ৯ জন এই আত্মঘাতী হামলায় জড়িত বলে দাবি করে দেশটির সরকার। হামলার চার দিন পর আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা যায়।
উল্লেখ্য গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে কলম্বোর তিনটি গির্জা, তিনটি পাঁচ তারকা হোটেলসহ আটটি স্থানে আত্মঘাতী হামলায় আড়াই শতাধিক নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হন।
