ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘বড় ভাই হুসাইন মুহম্মদ এরশাদের নির্দেশনাতেই চলবে জাতীয় পার্টি’।
আজ দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, শনিবার (৪ মে) ১১ টার দিকে এরশাদ তার ছোট ভাই কাদেরকে দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।
জিএম কাদের বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিকভাবে অসুস্থতার কারণে পার্টির কাজকর্ম করতে পারছেন না, এতে পার্টির স্বাভাবিক গতিতে স্থবিরতা এসেছে। তাই চেয়ারম্যান আমাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। তিনি যতদিন বেঁচে আছেন, তার নির্দেশনা অনুযায়ীই জাতীয় পার্টি চলবে। তিনি আমাদের নেতা।’
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এ সময় জিএম কাদের এমপি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পার্টিকে আরও শক্তিশালী করতে চাই।
