গণফোরামের নতুন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (৫ মে) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে দলের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল পাঁচ নেতাকে কমিটি করার ক্ষমতা দেয়।

সুব্রত চৌধুরী বলেন, নতুন কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন ড. কামাল হোসেন। সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।

নতুন কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে,  অধ্যাপক ড. আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী।

সভাপতি পরিষদে আছেন- এ এইচ এম খালেকুজ্জামান, আব্দুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, মেজর জেনারেল (অব.) আমসা আ আমিন, জগলুল হায়দার আফ্রিক, মহসিন ঘোষ, শফিক উল্লাহ, মেসবাহ উদ্দীন আহমেদ ও মোহাম্মদ জানে আলম।

পূর্ববর্তি সংবাদসরকার ও ব্যবসায়ীদের প্রতি রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান আল্লামা আহমদ শফীর
পরবর্তি সংবাদরমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচী