ইসলাম টাইমস ডেস্ক: গাজায় ইসরাইলি বিমান হামলা ও ট্যাংকের গোলায় এক শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদি রাষ্ট্রটির মধ্যে ইতিমধ্যে ভেঙে পড়া অস্ত্রবিরতির পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় আকস্মিকভাবে শুরু হওয়া লড়াই দ্বিতীয় দিনেও গড়াল। অথচ গত এক মাস কোনো সহিংসতা ছিল না বললেই চলে।
ইহুদি রাষ্ট্রটির হামলায় ৩৭ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যা সেবা আবু আরার নিহত হন। এ ছাড়া বাকি চারজন নিহতের মধ্যে ২২ বছর বয়সী এমাদ নাসির ও ২৫ বছর বয়সী এক যুবক রয়েছেন।
এদিকে ফিলিস্তিনিদের রকেট হামলায় ইসরাইলের এক নারী আহত হয়েছেন। ইসরাইলি সীমান্তে নিজেদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি গুলিতে দুজন নিহত হওয়ার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। এ ছাড়া ফিলিস্তিনিদের গুলিতে দুই ইসরাইলি সেনাও আহত হন।
এমন সময় এই টানাপোড়েন দেখা দিয়েছে, যখন হোঁচট খাওয়া অস্ত্রবিরতি পুনর্বহাল করার আলোচনা চালিয়ে যেতে হামাস নেতারা মিসরে ছিলেন।
সূত্র: বিবিসি
