ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে শুক্রবার থেকে শুরু হওয়া দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় মোট ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আর হামাসের ছোড়া রকেটের আঘাতে নিহত হয়েছে তিন ইসরাইলি। সূত্র: আল জাজিরা
আল জাজিরার স্থানীয় সংবাদাতা জানিয়েছেন, আজ রোববার সকালে ইসরাইলি বিমান গাজার পূর্বাঞ্চলে দশ থেকে বারবার হামলা করেছে।
রোববার গাজায় ইসরাইলি বিমান হামলা ও ট্যাংকের গোলায় একটি শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সাতটি বাড়িও ধ্বংস করে দিয়েছে। এ হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হওয়ার কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
