ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাতক্ষীরার শ্যামনগরে গিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট রাশেদুর রহমান আজ রবিবার সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন ।
এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম ও মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
রাশেদুর রহমান বলেন, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন। তারা সাতক্ষীরার শ্যামনগর থেকে খুলনার কয়রা যাওয়ার পথে গাবুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নৌবাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ইতিমধ্যে তারা সেখানে রওনা হয়েছেন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণী গতকাল শনিবার সকাল ৬টায় সাতক্ষীরা, খুলনা, যশোর অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে গিয়ে ভারতের আসামে চলে যায়। তবে দক্ষিণ-পশ্চিমে প্রথমে আঘাত করার সময় ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরাসহ আশপাশের এলাকার অনেক বসতবাড়ি ও ফসলি জমি।
