চার্চে হামলার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা থেকে ৬০০ বিদেশি নাগরিক বহিষ্কার

ইসলাম টাইমস ডেস্ক: দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা থেকে ৬০০ বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। গত ২১ এপ্রিলের চার্চে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বহিস্কৃতদের মধ্যে ২০০ জন মুসলিম ধর্মীয় নেতাও রয়েছেন। সূত্র: এএফপি

শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাজিরা অ্যাবেওয়ার্দেনা বলেন, ৬০০ জন বিদেশি শ্রীলঙ্কায় বৈধভাবেই প্রবেশ করেছে। কিন্তু তারা ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরও অবস্থান করছিলো। এ কারণে তাদেরকে জারিমানা করে শ্রীলঙ্কা থেকে বহিষ্কার করা হয়েছে।’

‘আর ২১ এপ্রিলের ভয়াবহ হামলার পর উদ্ভুত পরিস্থিতির বিবেচনায় আমরা আমাদের ভিসা দেওয়ার পদ্ধতি পর্যালোচনা করে দেখছি। ধর্মপ্রচারকদেরকে ভিসা দেওয়ার ব্যাপারে বিধিনিষেধগুলো আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছি।’

যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছুই জানাননি শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ধারণা করা হচ্ছে বহিষ্কৃতরা বাংলাদেশ, ভারত, মালদ্বীপ এবং পাকিস্তানের নাগরিক।

 

পূর্ববর্তি সংবাদগাজায় তুরস্কের সংবাদ সংস্থা কার্যালয়ে ইসরাইলের বোমা হামলা
পরবর্তি সংবাদময়মনসিংহ সিটির কাউন্সিলর হলেন যারা