ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন।
রবিবার বিকাল ৩টার দিকে বুকে তীব্র ব্যাথা অনুভব করায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
তার স্ত্রী হাসনা মওদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। তার হার্টবিট স্বাভাবিক না। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মওদুদ আহমদের ব্যক্তিগত এপিএস সুজন জানান, মামলার হাজিরা দিতে আদালতে গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যাথা অনুভব করেন। সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
