ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে মহিলাদের ভোট গ্রহণ হবে পাঞ্জেগানা মসজিদে। নগরীর ১২ নং ওয়ার্ডে এমনই এক মহিলা ভোট কেন্দ্রের খবর পাওয়া গেছে।
নির্বাচনী ভোট কেন্দ্রের নামের পাতায় রয়েছে ইসলামিয়া মাদ্রাসা, আকুয়া সর্দার বাড়ি (অস্থায়ী কেন্দ্র)। ইতিমধ্যে কেন্দ্রটিতে নির্বাচনের সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন অফিস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নামাজ ঘরটিতে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। তবে নির্বাচনের দিন নামাজ বন্ধ থাকবে। ইমাম সাহেব ছুটিতে আছেন।
স্থানীয় এক ব্যবসায়ী সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘শুক্রবারের জুম্মার নামাজ ব্যতিত সব নামাজ এখানেই হয়। সময়ের সাথে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে প্রতিষ্ঠানটিতে। সব নির্বাচনে এটি কেন্দ্র হিসেবে ব্যবহার হলেও এখন সিদ্ধান্ত পরিবর্তন দরকার। পবিত্র স্থানে মর্যাদা সবারই রক্ষা করা উচিত।’
