ময়মনসিংহ সিটি নির্বাচন; মসজিদে মহিলা ভোট কেন্দ্র!

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে একটি মসজিদকে ভোট কেন্দ্র করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের ১২ নম্বর ওয়ার্ডের আকুয়া জুবলি কোয়ার্টারে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ভোট কেন্দ্রটিতে ভোট গ্রহণ চলছে। শনিবার রাতে  এই ভোটকেন্দ্রেই জামাতের সাথে এশার নামাজ আদায় হয়েছে।

মসজিদের খাদেম মোহাম্মদ রুকুনুজ্জামান জানান, নামাজঘরটিতে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। তবে নির্বাচনের দিন নামাজ বন্ধ থাকবে। ইমাম সাহেব ছুটিতে আছেন।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম জানান, এই কেন্দ্রে শুধু নারীরা ভোট দিবেন। এখানে ১৫৯৮টি ভোট রয়েছে। সড়কের পাশে ভোটকেন্দ্রটির সামনে ভোটারদের দাঁড়ানোর কোন স্থান নেই। তাই সড়ক বন্ধ করে লাইনের ব্যাবস্থা করা হবে।

এদিকে বিপাকে পড়েছেন ৬ নারী আনসার সদস্য। ভোটের আগের রাতে তাদের কেন্দ্রে পাঠানো হয়েছে। সাধারণত রাতে কেন্দ্রে অবস্থান করেই আনসার সদস্যদেরকে কেন্দ্রের দায়িত্ব পালন করতে হয়। তবে এই কেন্দ্রটি নামাজের স্থান হওয়ায় রাতে থাকার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন তারা।

এশার নামাজ শেষে স্থানীয় নওমহল আল আরাবিয়া দাখিল মাদ্রাসার পরিচালক এ এম এম মোমাজ্জাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আশপাশে জায়গা থাকতেও নামাজের স্থানে ভোট কেন্দ্র করার কোন যুক্তি নেই। এতে নামাজের স্থানের পবিত্রতা নষ্ট হবে।

স্থানীয় আরেক ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘শুক্রবারের জুম্মার নামাজ ব্যতিত সব নামাজ এখানেই হয়। সময়ের সাথে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে প্রতিষ্ঠানটিতে। সব নির্বাচনে এটি কেন্দ্র হিসেবে ব্যবহার হলেও এখন সিদ্ধান্ত পরিবর্তন দরকার। পবিত্র স্থানে মর্যাদা সবারই রক্ষা করা উচিত।’

পূর্ববর্তি সংবাদরমযানের মাহাত্ম রক্ষার্থে আরব আমিরাতে বিশেষ আইন
পরবর্তি সংবাদসরকার ও ব্যবসায়ীদের প্রতি রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান আল্লামা আহমদ শফীর