ইসলাম টাইমস ডেস্ক: হত্যার হুমকিপ্রাপ্তদের বিশেষ নিরাপত্তা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অধ্যাপক মুনতাসীর মামুন, সুলতানা কামাল ও শাহরিয়ার কবিরকে দেওয়া হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তাদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা হত্যার হুমকি পেয়েছেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হুমকির ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।
সংবাদমাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা যায়, লোন উলফ নামের একটি সাময়িকীতে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে তারা থানায় এ ব্যাপারে জিডি করান।
