ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাই অ্যাওয়ার্ড খ্যাত ২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৯। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাজধানীর মিরপুরস্থ প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা’র ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।
এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের মেধাবী ৩২৭ জন হাফেজে কুরআন অংশগ্রহণ করে। তন্মধ্য হতে প্রথম স্থান অর্জন করে মুয়াজ মাহমুদ এ প্রতিযোগিতার একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। আজ ৬ মে সন্ধ্যার ফ্লাইটে হাফেজ মুয়াজ মাহমুদ এবং তার শিক্ষক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল্লাহ আল মামুন দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন।
রমজানের দ্বিতীয় দিনে এ প্রতিযোগিতা শুরু হয়ে টানা ১৪ রমজান পর্যন্ত চলবে। ১৪ রমযজানেই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম দুবাইতে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ মুয়াজের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
