চাঁদপুরের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা শামছুল হককে দুদকের জিজ্ঞাসাবাদ

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামছুল হক ভূঁইয়াকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপরিচালক জাহাঙ্গীর আলম আজ সোমবার সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের আরেক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাবেক এই সাংসদকে গত ১৭ এপ্রিল সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের হাজির হতে বলা হলেও তিনি হাজির হননি। ওই দিন সময় চেয়ে আবেদন করেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে নতুন করে সময় দেওয়া হয়।

সরকারদলীয় সাবেক এই সাংসদকে দেওয়া চিঠিতে দুদক বলেছে, তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে তারা। এ ছাড়া তাঁর মালিকানাধীন অ্যাপোলো গ্রুপের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগও আছে।

তবে দুদকে তলবের পর সাবেক এই সাংসদ বলেন, দুদকের অভিযোগ সব ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই।’

পূর্ববর্তি সংবাদযানজটে নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছে বিমান যাত্রীরা
পরবর্তি সংবাদপদ্মা সেতুতে ১২তম স্প্যান বসেছে আজ