মাদক থেকে আত্মসমর্পণ করলে মুক্তি, নইলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: মাদকের সাথে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘কেউ যদি ভুল স্বীকার করে ক্ষমা চান, তাদের ক্ষমা করা হবে এবং লক্ষ্য করব তারা কি করছে। আর, ক্ষমা না চেয়ে ভুল স্বীকার না করে এ পথেই থেকে গেলে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিতে হবে’।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গায় বিজিবি-৬ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে এক  করে আটককৃত বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময়  ১২ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে  স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মাদকের ছোবল থেকে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারছি না। আমাদের যুব সমাজ আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে না পারি,বাংলাদেশের পথ হারিয়ে যাবে’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ভয়ানক নেশাজাতীয় জিনিস আসে। আমরা বিজিবি ও কোস্টগার্ডকে শক্তিশালী করছি। জনবল ও সক্ষমতা বৃদ্ধি করছি। সীমান্তে পরীক্ষামূলকভাবে সেন্সর বসিয়ে অপরাধীদের গতিবিধি খেয়াল রাখা হচ্ছে’।

পূর্ববর্তি সংবাদসবার মতামতের ভিত্তিতে দল চলবে : জিএম কাদের
পরবর্তি সংবাদযানজটে নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছে বিমান যাত্রীরা