মাদারীপুরে আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলায় একটি আবাসিক হোটেল থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উৎসব চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকা থেকে রুবেল খান (২৩) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ, যার সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। আটক রুবেল শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের মুন্নচরকান্দি এলাকার মৃত তোতা খানের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই হোটেলের ব্যবস্থাপক মো.খায়রুল ও হোটেলের কর্মী রোনাল্ডকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রোববার দুপুর ১টার দিকে হোটেলটির তৃতীয়তলার একটি কক্ষ ভাড়া নেয় ইন্নি ও রুবেল। রাতে ওই হোটেলের এক কর্মচারী কক্ষটির দরজা খোলা অবস্থায় ইন্নির মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উদ্ধার হওয়া স্কুলছাত্রীর নাম ইন্নি আক্তার (১৩)। সে শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের মুন্সিকান্দি এলাকার মৃত ইলিয়াস মৃধার মেয়ে। নিহত ইন্নি শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। শিবচর পৌরসভার স্বাস্থ্য কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় ইন্নি তার মায়ের সঙ্গে বসবাস করত।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার গণমাধ্যমকে বলেন, ‘মৃত অবস্থায় উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রুবেলের প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। প্রাথমিক ভাবে ওই স্কুলছাত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মামলার পরে রিমান্ডে নিলে আরও তথ্য বেরিয়ে আসবে।’

পূর্ববর্তি সংবাদরাশিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, নিহত ৪১ (ভিডিও)
পরবর্তি সংবাদযেভাবে প্রশান্ত মহাসাগরপাড়ে চলছে কাদিয়ানী তৎপরতা