ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমযান মাস। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এই তথ্য জানানো হয়।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা খেকে রমযানের চাঁদ দেখেছেন বলে অনেকেই ইসলাম টাইমসকে ফোন করে জানিয়েছেন।
আজ রাতে এশার পর প্রথম তারাবীহ নামাজ পড়বেন মুসলমানরা। ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল মঙ্গলবার রোজা রাখবেন্।
