খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে ৩০০ ফিট সংলগ্ন ডুমনী সড়কের পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই মাদক ব্যবসায়ীর নাম জানা যায়নি। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, রাতে একদল মাদক ব্যবসায়ীকে ধরতে ৩০০ ফিট এলাকায় অভিযানে যায় তারা। এ সময় একদল মাদক ব্যবসায়ী তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।

এরপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘রমযানকে শুধুই রোযা ও তারাবির মধ্যে সীমাবদ্ধ করে ফেলবেন না’
পরবর্তি সংবাদশ্রীলঙ্কায় মুসলমানদের বাড়িঘর দোকানপাটে উগ্রপন্থী খ্রিষ্টানদের হামলা, কারফিউ জারি