ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র রমযান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। এবারের মেলায় ৬২টি স্টল অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।
গতকাল (সোমবার) বাদ আসর ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ মেলার উদ্বোধন করেন। এ সময় ভারপ্রাপ্ত ধর্মসচিব কাজী হাসান আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নস মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম এবং মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধন করে ধর্ম প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রি করা হচ্ছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরই ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ মেলার আয়োজন করে থাকে।
তবে বিক্রেতাদের অভিযোগ সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও আয়োজক প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন মেলা নিয়ে তেমন প্রচার না চালানোয় জমে উঠে না বইমেলা।
